সারা দেশের ন্যায় বান্দরবান জেলার থানচিতে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস’২০২০ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ই মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তন কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায়,উপজেলা নিবার্হী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুদ্দিন আনোয়ার,থানচি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ। এছাড়া সাধারণ ভোক্তাগণ এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
বিশ্ব ভোক্তা অধিকার দিবসে আলোচনা সভায় উপজেলা নিবার্হী অফিসার মোঃ আরিফুল হক মুদুল বলেন, বাজারে যে কোন পণ্য ক্রয়ের সময় নির্ধারীত মূল্য রেট ও মেয়াদ উর্ত্তীণ তারিখ নিশ্চীত হয়ে পণ্য ক্রয় করবেন। নিধার্রীত মূল্য অতিরিক্ত টাকা বিক্রয় ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রেতাকে প্রমানীত হলে জরিমানা করা হবে। এই বিষয়ে সাধারণ ভোক্তাগণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
প্রধান অতিথি বলেন, ভোক্তা অধিকার পাশাপাশি বর্তমানে করোনা ভাইরাস আক্রান্ত নিয়ে সচেতন হতে হবে। সরকারে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় অনুস্মরন করা আহ্বান জানানো হয়।