রাঙ্গামাটি শনিবার ১৮-জানুয়ারি,কাপ্তাইয়ের বড়ইছড়ি, তঞ্চঙ্গ্যাঁ ছাত্রবাসে,তঞ্চঙ্গ্যাঁ জনগোষ্ঠীর সাংস্কৃতিক সংগঠন ঘিলা প্রোডাকশনের চতুর্থ বর্ষপূতি উদযাপন উপলক্ষে ৩য় বারের মত নিজদের উদ্যোগে ২০২০ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন এবং প্রেম কুমার তঞ্চঙ্গ্যাঁ,পরিচালিত গমপানা তঞ্চঙ্গ্যাঁ টেলিফিল্মের মুক্তির অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কর্ণফুলী সরকারী কলেজের প্রভাষক তঞ্চঙ্গ্যাঁ ভাষা সহ-সভাপতি মিলন কান্তি তঞ্চঙ্গ্যাঁ, সংগঠনের সভাপতি প্রেম কুমার তঞ্চঙ্গ্যাঁসহ (নিকেল), সাধারণ সম্পাদক লক্ষি কুমার তঞ্চঙ্গ্যাঁ, সাংস্কৃতিক সম্পাদক অঞ্জলী তঞ্চঙ্গ্যাঁ,জুয়েল তঞ্চঙ্গ্যাঁ প্রমূখ এবংসংগঠনের কর্মীসহ তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের গুণীজন উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন,ঘিলা প্রোডাকশন সাংস্কৃতিক ক্ষেত্রে যেভাবে ভূমিকা রেখেছে তা পার্বত্য চট্টগ্রামের একটি প্রশংসনীয় বিষয়,সকলের প্রত্যাশায় আগামীতে সংগঠনটি সুনাম অর্জন করবে এবং সাংস্কৃতিক ক্ষেত্রে জনমানুষের কাছে তঞ্চঙ্গ্যাঁ সম্প্রদায়ের সাংস্কৃৃতিক বিকাশে অগ্রণী ভূমিকা রাখবে।